মিয়ানমারে মোখার আঘাতে নিহত ৩

cyclone-2305141156.jpg

আন্তর্জাতিক ডেস্ক……

ঘূর্ণিঝড় মোখা পুরোপুরি আঘাত হানার আগেই মিয়ানমার উপকূলে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। উপকূলীয় এলাকায় বাড়িঘরের ছাদ উড়ে গেছে।

মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে ঘণ্টায় ২০৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মোখা মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে।

মিয়ানমারের সামরিক তথ্য অফিস জানিয়েছে, ঝড়ের কারণে সিতওয়ে, কিয়াউকপিউ এবং গওয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোবাইল ফোন টাওয়ার, নৌকা এবং ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোকো দ্বীপপুঞ্জের ক্রিড়া ভবনগুলির ছাদ উড়ে গেছে।

রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, সিতওয়ের নিচু এলাকার রাস্তাঘাট ও বাড়ির নিচের অংশ প্লাবিত হয়েছে। প্রবল বাতাসে মোবাইল ফোনের টাওয়ার ভেঙে পড়ায় বেশিরভাগ এলাকায় টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top