স্পেশাল করেসপন্ডেন্ট…
প্রশিক্ষিত যুব,উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তর ও এসডিএফ এর যৌথ আয়োজনে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাধীনতা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম,পি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, খুলনার উপপ্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন খুলনার আঞ্চলিক সমন্বয়কারী ড.কাজল চন্দ্র দে।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকার সিদ্দিকী।আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।