মেট্রোরেলের উদ্বোধনে বাংলাদেশকে অভিবাদন যুক্তরাষ্ট্র দূতাবাসের

metro-rail-20221228184206.webp

জ্যেষ্ঠ প্রতিবেদক………

মেট্রোরেল উদ্বোধন করায় বাংলাদেশকে অভিবাদন জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে মেট্রোরেলের ছয় নারী চালককে অভিবাদন জানানো হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ফেসবুক পেজে এই অভিবাদন জানায়।

যুক্তরাষ্ট্র দূতাবাস বলছে, ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের জন্য বাংলাদেশকে অভিনন্দন! আমরা মারিয়াম আফিজাসহ মেট্রোরেলের ছয় নারী চালককে অভিবাদন জানাই।

এছাড়া মেট্রোরেল নিয়ে বিস্তারিত লেখা একটা রিপোর্টও শেয়ার করে যুক্তরাষ্ট্র দূতাবাস।

এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে নামফলক উন্মোচন করে মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর দুপুর ১টা ৫৪ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলে করে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। মাত্র ১৭ মিনিটে আগারগাঁও পৌঁছান তিনি। প্রায় ১২ কিলোমিটারের এই পথে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটির চালক ছিলেন মরিয়ম আফিজা।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি জানিয়েছে, শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। মূলত মেট্রোরেল প্রকল্পটি হচ্ছে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত। এই প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেড়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top