খুলনায় জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন

1669030464.human-chain.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট…..
রাজধানীতে আদালত এলাকা পুলিশের মুখে পিপার স্প্রে ছুঁড়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা। তারা বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে জঙ্গি ও সন্ত্রাসীরা আবার খোলস ছেড়ে বেড়িয়ে আসছে।

এখনই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর বিএমএ মিলনায়তনের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন। খুলনা মহানগর কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে চাল, ডাল, চিনি, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার সমালোচনা করে নেতারা বলেন, দ্রব্যমূল্যে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। এ অবস্থায় শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
সংগঠনের মহানগর আহ্বায়ক আরিফুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা হানিফ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানান সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, শ্রমিক নেতা মোজাম্মেল হক খান, সাম্যবাদী দলের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এফ এম ইকবাল, অধ্যাপক রিপন আহম্মেদ, অধ্যাপক আলী আকবর, অধ্যাপক তারক চন্দ্র রায়, পোল্ট্রি ফিশ ফিড মালিক সমিতির এ এম সোহরাব হোসেন, কামাল হোসেন জোয়াদ্দার, মাহবুবুর রহমান সজল, শেখ ফরহাদ হোসেন, নাজিউর রহমান নজরুল ও শেখ শফিকুল ইসলাম।

এ সময় ঘোষণা-পত্র পাঠ করেন অধ্যাপক নাহিদ আকরাম।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top