খুবির ৯ শিক্ষার্থীকে শোকজ, ঘটনা তদন্তে কমিটি

fhg-20220918205207.webp

নিজস্ব প্রতিবেদক………
খুলনায় হোটেল মালিক-কর্মচারীকে মারধরের ঘটনায় ৯ শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই চিঠিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

শোকজপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের রাকিবুল হাসান (১৮), লালাবাবু মণ্ডল (১৮), সাজ্জাদ হোসেন (১৮), সাদমান শাহরিয়ার (১৮), মেহেদী হাসান (১৮), জিহাদ হোসেন (১৮), স্বরূপ রাহা (১৮), আরশি (১৮) ও ইউআরপি ডিসিপ্লিনের নীহারিকা (১৯)।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের দফতরে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রবিষয়ক পরিচালক ড. শরীফ হাসান লিমন জানান, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েকদিন ধরে খুবি শিক্ষার্থীদের সঙ্গে জিরোপয়েন্ট ব্যবসায়ীদের বিরোধ চলে আসছে। ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে আপত্তিকর ভিডিও করার ঘটনা নিয়ে জিরোপয়েন্টের আল্লারদান হোটেলের মালিক-কর্মচারীকে মারধর করা হয়। এ সময় ওই দোকান বন্ধ করে বাইরে তালা আটকে দেওয়া হয়।

এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীকে অভিযুক্ত করে তাদের বিচার দাবিতে মানববন্ধন করে জিরোপয়েন্ট ব্যবসায়ী কল্যাণ সমিতি। পরে খুবির ভিসি বরাবর স্মারকলিপি দেয়। ব্যবসায়ীরা ঘটনাস্থলের একটি সিসি ক্যামেরার ফুটেজ সরবরাহ করেন।

ড. শরীফ হাসান লিমন জানান, ব্যবসায়ীরা স্মারকলিপি ও কিছু ভিডিও ফুটেজ দিয়েছে। কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আগেই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কিনা জানতে চাওয়া হয়েছে। এখন ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। একইসঙ্গে ৯ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। সোমবার শিক্ষার্থীরা শোকজের চিঠি হাতে পাবেন।

Share this post

One Reply to “খুবির ৯ শিক্ষার্থীকে শোকজ, ঘটনা তদন্তে কমিটি”

  1. Rodrick_P says:

    Very interesting info!Perfect just what I was looking for!Raise blog range

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top