খুলনার বিআরটিএ কার্যালয়ে অভিযান, ২৫ দালালের জেল-জরিমানা

fhgkj-20220911195527.webp

নিজস্ব প্রতিবেদক…..
খুলনার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ২৫ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন তাদের জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক আব্দুর রকিব জানান, বিআরটিএ কার্যালয় সেবা নিতে আসা সাধারণ মানুষ দালালের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন। রোববার সকালে বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ে অভিযান চালানো হয়। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়। আটকের পর যাচাই-বাছাই শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। বাকিদেরকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এদের সাতদিন থেকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০-২০০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
এসময় র‌্যাবের লেফটেন্যান্ট কমান্ডার সরোয়ার হোসেন, সিনিয়র এএসপি পবন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top