নিজস্ব প্রতিবেদক….
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে দেড়কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আজ সকালে থানার খরসঙ্গ গ্রামের মাদক ব্যবসায়ী রিপন মোল্যাকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
অপর এক অভিযানে সোমবার রাতে থানার রানাই গ্রামের বাসিন্দা ও স্থাানীয় একটি ইট ভাটার ম্যানেজার মাসুদ জোয়ারদ্দারের ছেলে মাদক ব্যবসায়ী আমান উল্লাহ জোয়াদ্দার (২৩)-কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। সার্বিক নির্দেশনায় সরদার রমজান আলী এএসআই (নিঃ) ও এএসআই(নিঃ) মোঃ পলাশ শেখ সংগীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান চালিয়ে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডুমুরিয়ায় দেড়কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
