সিনিয়র করেসপন্ডেন্ট…
খুলনা: গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহর খুলনার বাড়ি থেকে ১৮৯ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদক বিরোধী টাস্ক ফোর্স। তিনি এর আগে খুলনায় এসপি পদে কর্মরত ছিলেন।
এ ঘটনায় পুলিশ সুপার এসএম শফিউল্লাহর বড় ভাই অলিউল্লাহ মিঠুর ছেলে ইমতিয়াজ শেখ রনিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে খুলনা মহানগরীর দৌলতপুর পাবলা মধ্যপাড়া আয়ূব আলী সড়কের তিন দোকানের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক রনি এসপি শফিউল্লার ওই বাড়ির মধুমতি ডেইরি ফার্মের দেখাশুনা করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া খুলনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন।
বাংলানিউজকে তিনি বলেন, দৌলতপুরের মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান চালানো হয়। এ সময় ১৮৯ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা জব্দ এবং একজনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা করে র্যাব-৬, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা।
তিনি বলেন, যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি খুলনার সাবেক এসপির বাড়ি। আটককৃত আসামি সাবেক এসপির বড় ভাইয়ের ছেলে।
ইয়াবাসহ পুলিশ সুপারের ভাতিজা আটক

I like this website it’s a master piece! Glad I found this ohttps://69v.topn google.Money from blog