জেলা প্রতিনিধি…
যশোরে ২০ টাকার নাপা সিরাপ ৩৫ টাকায় বিক্রি করায় এক ফার্মেসি মালিককে আড়াই হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ জুলাই) রেলগেট পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মা ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব।
একইদিন শহরের মণিহার এলাকার মাশুক কাবাব ঘর অ্যান্ড রেস্টুরেন্টে নোংরা পরিবেশ এবং ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার, ভাত ও খামির সংরক্ষণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব জানান, শহরের রেলগেট পুরাতন বাসস্ট্যান্ড ও মণিহার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে শহরের রেলগেট পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মা ফার্মেসিতে ২০ টাকা মূল্যের নাপা সিরাপ ৩৫ টাকায় বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।