খুলনার দর্পণ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ১৫৫ প্রার্থী। এ নিয়ে মোট আপিলকারী দাঁড়ালো ৩৬৮ জনে। এর মধ্যে ছয়জনের প্রার্থিতা বাতিলের আবেদনও করা হয়েছে।
গতকাল ৭ ডিসেম্বর ইসি কর্মকর্তারা জানান, ঢাকা অঞ্চলে ২৬ জন, চট্টগ্রাম অঞ্চলে ১১ জন, ফরিদপুরে ৪ জন, সিলেটে ৯ জন, ময়মনসিংহে ৮ জন, বরিশালে ৪ জন, খুলনায় ১৭ জন, রাজশাহীতে ১৭ জন, কুমিল্লায় ৩৩ জন ও রংপুর ২৪ জন আপিল করেছেন।
এর আগে, গত বুধবার ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লার ১৬ জন, চট্টগ্রামের নয়জন, ফরিদপুরের ছয়জন, সিলেটের চারজন, ময়মনসিংহের ১৯ জন, বরিশালের ছয়জন, খুলনার ১৮ জন, রাজশাহীর ২৬ জন ও রংপুর অঞ্চলের ১৪ জন আপিল আবেদন করেছেন।
আর প্রথম দিনে মঙ্গলবার বুথে রংপুর অঞ্চল ২ জন, খুলনা অঞ্চল ৮ জন, বরিশাল অঞ্চল ২ জন, ময়মনসিংহ অঞ্চল ৯ জন, ঢাকা অঞ্চল ৬ জন, ফরিদপুর অঞ্চল ৫ জন, সিলেট অঞ্চল ১ জন, কুমিল্লা অঞ্চল ৩ জন এবং চট্টগ্রাম অঞ্চল ৬ জন আপিলপত্র জমা দিয়েছেন। তবে এ দিন রাজশাহী অঞ্চল কেউ আপিল আবেদন জমা দেননি।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিল করা মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ। বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিল করা মনোনয়নপত্রের ৭৩ দশমিক শূন্য ৮ শতাংশ। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনে ইসিতে আরও ১৫৫ আপিলকারী
