ঝাড়খ-ের মুখ্যমন্ত্রী‘নিখোঁজ’!

Untitled-7-copy-12.jpg

খুলনার দর্পণ ডেস্ক : ব্যক্তিগত কাজে দিল্লি থেকে ২৭ জানুয়ারি রাঁচির উদ্দেশ্যে রওনা হন ঝাড়খ-ের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এর পর থেকে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যাচ্ছে না। বেশ কিছু সূত্রের দাবি তিনি নিখোঁজ। যদিও তাঁর দল জেএমএম ও তার পরিবার তা মানতে নারাজ।
জমি কেলেঙ্কারি মামলায় আর্থিক অসামঞ্জস্যতার অভিযোগ রয়েছে ঝাড়খ-ের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই ঝাড়খ-ের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)র কর্মকর্তারা। জানা গেছে, সেই অভিযানে কিছু গুরুত্বপূর্ণ নথি ও একটি বিএমডাব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জেএমএম নেতা হেমন্তকে খুঁজে না পাওয়ার ব্যাপারে মন্তব্য করেছেন ঝাড়খ-ের বিজেপি প্রধান বাবুলাল মারান্ডি। এক টুইটে তিনি বলেন, ‘মিডিয়ার সূত্র ধরে বলা যায়, গভীর রাতে হেমন্ত সোরেন হাওয়াই চটি পরে, মুখে কাগজ চাপা দিয়ে মুখ ঢেকে, দিল্লির বাড়ি থেকে পায়ে হেঁটে পালিয়েছেন। তার নিরাপত্তা সহকারী অজয় সিং ছিলেন তার সঙ্গে। তিনিও নিখোঁজ।’
আর্থিক দুর্নীতির মামলায় ইডি হেমন্ত সোরেনকে ৯ বার তলব করেছে। প্রতিবারই তিনি সেই তলব এড়িয়ে গিয়েছেন। শনিবার ঝাড়খ-ের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নতুন করে তলব করে ইডি। তাকে ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে দিল্লির ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছিল। উত্তর না পেয়ে ২৯ থেকে ৩১ তারিখের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সময় রাখতে বলা হয়। এরপরই ইডির তরফে এই পদক্ষেপ।
রাঁচিতে হেমন্ত সোরেনের বাড়ির সামনে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। দিল্লি বিমানবন্দরেও রয়েছে কড়া নজর। সূত্র: হিন্দুস্তান টাইমস

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top