নিজস্ব প্রতিবেদক :
শিল্প নগরী বলে খ্যাত খুলনার অধিকাংশ মিল, কলকারখানা খুলনা-৩ আসনে প্রতিষ্ঠিত। দেশের সর্ববৃহৎ পাটকল ক্রিসেন্ট জুট মিলসহ রাষ্ট্রায়ত্ত খালিশপুর, দৌলতপুর ও প্লাটিনাম জুটমিল, নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল, খুলনা বিদ্যুৎ কেন্দ্রসহ বিবিধ প্রতিষ্ঠান এ আসনে অবস্থিত। আসনটিতে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন দলটির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য তথা সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
এস এম কামাল হোসেনের রাজনীতির মূল পাথেয় হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, আর জননেত্রী শেখ হাসিনাই যার মূল অনুপ্রেরনা। মিছিল, মিটিং, স্লোগান, নির্বাচনী সমাবেশ, সহ সকল ধরনের সাংগঠনিক কার্যক্রমে তার সরব উপস্থিতি। এস এম কামাল যেমন একজন অনলবর্ষী বক্তা; তেমন একজন দক্ষ সংগঠক। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করা এস এম কামাল ছিলেন ওরাকান্দি মিড হাই স্কুল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি। জাতীয় ছাত্রলীগের পর্যায়ক্রমে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক। ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের দীর্ঘদিনের উপ কমিটির সহ-সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি সদস্য।
গোপালগঞ্জের, কাশিয়ানীর জোনাসুরে ১৯৬০ সালের ৩১ জানুয়ারি জন্ম নেওয়া এস এম কামাল হোসেন ১৯৭৬ সালে ওরাকান্দি মিড হাই স্কুল থেকে এস এস সি, খুলনা সিটি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন লাইব্রেরি সাইন্স নিয়ে। সিটি ল কলেজ থেকে এলএলবি পাশ করে ঢাকা বারের সদস্য হন এস এম কামাল হোসেন।
এদিকে দলীয় এ মনোনয়ন পরিবর্তনকে তৃণমূলের নেতা-কর্মীরা দেখছেন চমক হিসেবে। বলছেন, মনোনয়ন পরিবর্তন প্রত্যাশিতই ছিল। আসনটির সাধারণ জনগণ ও মিল শ্রমিকেরা আস্থা রাখছেন এস এম কামালের প্রতি। তাদের বিশ্বাস এস এম কামাল নির্বাচিত হলে
এলাকার মিল, কলকারখানার আবার প্রাণ ফিরে পাবে। বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ হবে।
এস এম কামাল এ প্রতিবেদকে বলেন, আমি শ্রমিক অধ্যুষিত এলাকার মানুষ। শ্রমিকবান্ধব জনপ্রতিনিধি হতে চাই। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদকমুক্ত ভূমিদস্যুদের উৎখাত করতে সবার সহযোগিতা চাই।
উল্লেখ্য, এস এম কামাল হোসেনের নৌকা প্রতিকের বিপরীতে লড়ছেন জাকের পার্টির সমর্থিত প্রার্থী এস, এম, সাব্বির হোসেন (গোলাপ ফুল), জাতীয় পার্টির মোঃ আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী (ঈগল)। দৌলতপুর-খালিশপুর এলাকা মিলে খুলনা-৩ সংসদীয় আসন। এবছর যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়ন সীমানা নির্ধারণের এ আসনের সাথে সম্পৃক্ত হয়েছে। আসনটিতে এবারের ভোটার সংখ্যা ২,৪৫,৬৮৩ জন।