আন্দোলনে না পেরে নির্বাচনে অংশ নিচ্ছি : সৈয়দ ইবরাহিম

Untitled-8-copy-9.jpg

খুলনার দর্পণ ডেস্ক : বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম গত জুন মাসে এক অনুষ্ঠানে বলেছিলেন, বর্তমান ‘একনায়কত্ববাদী’ সরকারকে সরানো তাঁদের প্রথম রাজনৈতিক অগ্রাধিকার। আরেক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।’
তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান বদলে ফেলেছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। নিজের দাবি করা ‘একনায়কত্ববাদী’ সরকারের অধীনেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নির্বাচনকালীন সরকারের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল কল্যাণ পার্টি। নানা সময়ে বর্তমান সরকারের সমালোচনা করেছেন দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের এমন ‘ইউটার্ন’ রাজনৈতিক মহলে আলোচনার তৈরি করেছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ এর আত্মপ্রকাশ ঘটে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে এই নতুন জোট। এই উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনে যাওয়ার পক্ষে নানা যুক্তি তুলে ধরেন মুহাম্মদ ইবরাহিম।
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবেন না নানা সময়ে এমন বক্তব্যে পরে নির্বাচনে কেন যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘বর্তমান সরকারের বিপক্ষে আন্দোলন করে পেরে না ওঠায় নির্বাচনে অংশ নিচ্ছি। দাবি ছিল, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনের ব্যতীত নির্বাচনে অংশ নেব না। দাবি আদায়ে সফল না হওয়ায় দুটি বিকল্প ছিল। এক চুপ থাকা, দুই নির্বাচনে অংশ নিয়ে অবদান রাখার সুযোগ রাখা। আমরা অবদান রাখার সুযোগ নিতে চাই।’
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকেই অনেকটা আড়ালে ছিলেন যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের মুখপাত্র সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি নির্বাচনে যেতে পারেন এমন আলোচনা ছিল রাজনৈতিক মহলে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top