খুলনায় ২য় বুস্টার ডোজ শুরু ২০ ডিসেম্বর

1671361821.18-12-2022-1.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট…….
সারা দেশের মতো খুলনা জেলায় ২০ ডিসেম্বর করোনা টিকার দ্বিতীয় বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হবে।

প্রথম পর্যায়ে ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি, জটিল রোগে আক্রান্ত ব্যক্তি ও জরুরি সেবা প্রদানে নিয়োজিতরা এই দ্বিতীয় বুস্টার ডোজের টিকা পাবেন।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ডিসেম্বর মাসের সভা এ তথ্য জানান খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে সাইবার ক্রাইমের সংখ্যা বেড়েছে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে খুলনা রেঞ্জের ১০ জেলায় পুলিশের সাইবার সেল কাজ করে যাচ্ছে। এই সেলের মাধ্যমে খুলনা এলাকার এক হাজারের অধিক চুরি হওয়া মোবাইল কোনো উদ্ধার করা সম্ভব হয়েছে। কোনো নারী সাইবার বুলিংয়ের শিকার হলে এই সেলে অভিযোগ জানাতে পারবেন।

খুলনা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম সভায় জানান, দাকোপ ও পাইকগাছা উপজেলার ১৫ দশমিক দুই কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের মেরামত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দুই দশমিক চার কিলোমিটারের কাজ চলছে। এছাড়া এই এলাকার ঝুঁকিপূর্ণ স্লুইচগেটগুলোও মেরামত করা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তাজুল ইসলাম সভায় জানান, জেলায় চলমান ধান-চাল সংগ্রহ অভিযানের অংশ হিসেবে তালিকাভুক্ত চালকলগুলোর ৯২ শতাংশের সঙ্গে চাল সরবরাহের চুক্তি সম্পন্ন এবং ইতোমধ্যে ৬০৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, খুলনায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল ৭৯৯ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। তাদের আগামী মাসের প্রথম দিকে পদায়ন করা হতে পারে। এছাড়া ৩০ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ২০ শতাংশ শিক্ষার্থী অংশ নেবে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রম চলমান রাখার স্বার্থে সব দপ্তরের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। আগামী ২০ ডিসেম্বর দেশের বিভিন্ন এলাকায় মোট দুই হাজার কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কার কাজ শেষে উদ্বোধন অনুষ্ঠান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা জেলা প্রান্তের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। এ উপলক্ষে ওইদিন খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top