নিজস্ব প্রতিবেদক….
খুলনায় আট হত্যাসহ ২৬ মামলার পলাতক আসামি শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নগরীর লবণচরা থানা পুলিশ বান্দাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে করে তাকে গ্রেপ্তার করে। বুধবার (৯ আগস্ট) দুপুরে কেএমপি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।
ট্যারা মোস্ত নগরীর বান্দা বাজার এলাকার শেখ আবুল হোসেনের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক জানান, গতকাল রাত ১টার দিকে লবণচরা থানার একটি টিম বান্দাবাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চাপাতি জব্দ হয়েছে।
তিনি আরও জানান, ট্যারা মোস্তর বিরুদ্ধে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন থানায় ৮টি হত্যা, ৪টি চাঁদাবাজি, একটি জালিয়াতি, একটি অস্ত্র আইনে মামলা ছাড়াও বিভিন্ন ধারায়-১২টি মামলাসহ ২৬ টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার খালিশপুর থানাধীন যশোর রোড সংলগ্ন ছায়রা ফিলিং স্টেশনের পেছনের রাজা বিশ্বাসের বাড়ি থেকে সন্ত্রাসী কায়েস শিকদারকে গ্রেপ্তার করা হয়।
কায়েস শিকদারের ঘরের স্টিলের আলমারির ড্রয়ার থেকে একটি পিস্তল, সাত রাউন্ড গুলি, চারটি চাপাতি, তিনটি চাইনিজ কুড়াল, একটি দা, এবং দুটি ছোড়াজব্দ করা হয়।
কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজরা যদি খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
If youu are going for best contnts like me, just go to see this website daily because it provides feature contents, thanks https://bandur-Art.blogspot.com/2024/08/the-ultimate-guide-to-no-mans-sky-mods.html