শিল্পী আবিদের ১২ তম প্রয়াণ বার্ষিকী আজ

দর্পণ রিপোর্ট :

২৯ জুলাই আজ সঙ্গীত অঙ্গনের ক্ষণজন্মা কিংবদন্তী শিল্পী,ক্লোজ- আপ তারকা,তরুণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিনা আবিদ শাহরিয়ার – এর ১২ তম প্রয়াণ বার্ষিকী। ২০১১ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে আরো দু’জন সতীর্থদের সাথে সলিল সমাধিতে প্রাণ হারান তিনি। শিল্পী আবিদ এন.টিভির ক্লোজ- আপ বাংলাদেশ তোমাকে খুঁজছে সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে দর্শক-স্রোতাদের মনযোগ আকর্ষণ করেন। শিল্পী আবিদের দেশবোধের পরিচয় পাওয়া যায় তাঁর উচ্চারণের মধ্যে ” আমি গান করি দেশের জন্য,দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য।” শিল্পী আবিদের শিল্পীশুলভ আচরণ, মানুষের প্রতি দায়বোধ,রুচিশীলতা সর্বোপরি দেশবোধে তখন তরুণ সমাজ ঘুরে দাঁড়ায় এবং সে কারণে আবিদের চিরবিদায়ে দেশে- বিদেশে অগণিত ভক্ত- শ্রোতারা কান্নার আহাজারিতে ভাসতে থাকে। সংগীত জগতে এই অপূরণীয় ক্ষতি কোন দিনই পুরণ হবে না। আবিদ স্মৃতি পরিষদ শিল্পীর স্মরণে প্রতি বছর শীত মৌসুমে শিল্পী আবিদ উৎসব, জুলাই স্মরণানুষ্ঠান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ও পারিবারিক ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ বছরও তার ব্যাপ্তয় হবে না বলে জানান আবিদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শংকর মল্লিক।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top