কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন ৯০ শতাংশ কমেছে

1682505805.Rangamati-Biddut-News-26.04.jpg

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট …..
কাপ্তাই হ্রদের পানি দ্রুত শুকিয়ে যাওয়ায় দেশের একমাত্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কমছে।

২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্র থেকে এখন গড়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২৫ মেগাওয়াট!

সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে হ্রদের পানি দ্রুত কমে যাওয়ায় কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ হয়ে গেছে।

সচল রয়েছে মাত্র একটি ইউনিট। স্বাভাবিক নিয়মে এপ্রিল মাসে হ্রদে পানি থাকে প্রায় ৮১ ফুট এমএসএল। কিন্তু হ্রদে এখন পানি রয়েছে ৭৬ ফুট এমএসএল।
সংশ্লিষ্টরা আরও জানায়, অনাবৃষ্টি, বন উজার হওয়া, কাপ্তাই হ্রদে নাব্যতা সংকটের কারণে পানি তলানিতে চলে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে এমন বিপর্যয় ঘটেছে।

কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বাংলানিউজকে বলেন, হ্রদে পানি থাকলে বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা নেই। হ্রদে পানি নেই তাই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এখন একটি ইউনিট খোলা আছে। এটা থেকে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাঙামাটি অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন, রাঙামাটিতে বর্তমানে গ্রাহকদের জন্য ২৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। আমরা বরাদ্দ পাচ্ছি ১২ মেগাওয়াট। সঙ্গতকারণে আমরা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছি না।

জেলার সমচেতন মানুষ মনে করছে, বন উজার বন্ধ করা, দ্রুত সময়ের মধ্যে কাপ্তাই হ্রদে ড্রেজিং করাসহ নানাবিধ মহাপরিকল্পনা নিলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top