কোম্পানীগঞ্জে বিএনপি আহ্বায়কের ওপর হামলা

ezgif-2-b22fa81cd1-673267992de3d.jpg

ডেস্ক রিপোর্ট:  কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির মিছিলের সামনে থাকা নিয়ে সাবেক ছাত্রদল নেতাকে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি আহ্বায়ক নুরুল আলম শিকদারের ওপর হামলার ঘটনা ঘটে। সোমবার দুপুরে বসুরহাটে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা শেষে মিছিলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনা সভায় প্রবাসীদের হুমকি দিয়ে বক্তব্য দেন নুরুল আলম সিকদার।  পরে বসুরহাট বাজারে মিছিলের সামনে যেতে চাইলে সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপির সদস্য আমেরিকা প্রবাসী কামাল উদ্দিনকে ধাক্কা দেন শিকদার।  এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে উপজেলা চত্বরে মিছিল শেষে শিকদারের ওপর হামলা করে ক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় বিএনপির অন্যান্য নেতারা তাকে উদ্ধার করে।

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপি আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, কিছু বিচ্ছিন্নতাবাদী বিশৃঙ্খলা করেছে। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের তিনি বলেন, আমার ওপর কোন হামলার ঘটনা ঘটেনি। নেতাকর্মীরা আমাকে প্রটোকল দিয়ে নিয়ে আসে।  উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this post

scroll to top