খুলনা চেম্বার অব কমার্স নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪ পরিচালক নির্বাচিত

1681999351.khulna-chamber-of-commerce.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট….
খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন ২৪ ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এ ২৪ জনকে পরিচালক নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন বোর্ড।

এর আগে বিকেল ৩টায় প্রতিটি পদে একজন করে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ জানান, নির্বাচিত ২৪ পরিচালক তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি, একজনকে সিনিয়র সহ-সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচিত করবেন। সভাপতিসহ অন্য চারটি পদের ভোট অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টায়।

সাধারণ সদস্য শ্রেণিতে নির্বাচিত ১৫ জন পরিচালক হলেন- শরীফ আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান জবা, মো. মোশাররফ হোসেন, মো. আবুল হাসান, মো. ইসলাম খান, নিজারুল আলম জুয়েল, দীপক কুমার দাস, শাহাদাৎ হোসেন মল্লিক, তিলক কুমার গোস্বামী ও সোহাগ দেওয়ান।

সহযোগী সদস্য শ্রেণির ছয়টি পরিচালক পদে নির্বাচিতরা হলেন- মোস্তফা জেসান ভুট্টো, শেখ মো. গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মাসুম, মো. মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান সজল।

বাণিজ্যিক দল শ্রেণির তিনটি পরিচালক পদে নির্বাচিতরা হলেন- কাজী আমিনুল হক, গোপী কিষণ মুন্ধড়া ও ঠাকুর মো শাহ আলম তুহিন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top