পাঁচ সিটি নির্বাচনে প্রার্থী ঠিক করতে বৈঠকে বসছে আ.লীগ

al-logo-2304141138.jpg

জ্যেষ্ঠ প্রতিবেদক ……

রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঠিক করতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। পাঁচ সিটি করপোরেশনের মধ্যে সর্বোচ্চ মনোনয়নপ্রত্যাশী গাজীপুরে। সেখানে এখন পর্যন্ত ১৭ জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সবচেয়ে কম মনোনয়নপ্রত্যাশী রাজশাহীতে, মাত্র তিনজন। খুলনা সিটি করপোরেশনে চারজন, বরিশাল সিটিতে সাতজন এবং সিলেট সিটিতে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হবে।

গাজীপুর: সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজম উল্লা খান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, সাবেক সহ-সভাপতি আসাদুর রহমান কিরন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মেজবাহ উদ্দিন সরকার রুবেল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাবেক সদস্য আবদুল আলীম মোল্লা, উপ-কমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামন সেলিম, মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা রিয়াজ মাহমুদ আয়নাল, সাবেক উপ-দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলাম, সাবেক শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এস এম আশরাফুল আলম, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল কাদের, প্রাথমিক সদস্য মো. হারুন অর রশিদ এবং যুবলীগের সদস্য মো. রুহুল আমিন মন্ডল।

রাজশাহী: রাজশাহীর বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আবারও দলীয় মনোনয়নপ্রত্যাশী। আরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম ও সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।

খুলনা: খুলনায় দলীয় মনোনয়নপ্রত্যাশী চার নেতা হচ্ছেন—মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য রুনু রেমা এবং খুলনা সদর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

বরিশাল: মঙ্গলবার পর্যন্ত বরিশাল সিটির মেয়র পদে দলীয় মনোনয়নপত্র কিনেছেন সাতজন। তারা হলেন— মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন আহমেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগের সদস্য আবুল খায়ের আব্দুল্লাহ এবং বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার।

সিলেট: সিলেট সিটি করপোরেশনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন। তারা হচ্ছেন—আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, এটিএমএ হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মাহি উদ্দিন আহমদ।

এছাড়া, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন, সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচন, বাসাইল পৌরসভা নির্বাচন, আড়াইহাজার পৌরসভা নির্বাচন, গোপালদী পৌরসভা নির্বাচন, তালোড়া পৌরসভা নির্বাচন, কক্সবাজার পৌরসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঠিক করবে আওয়ামী লীগ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top