যা নিয়ে তাজিয়া মিছিলে যাওয়া যাবে না

image-828369-1721032149.jpg

ডেস্ক রিপোর্ট:  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, মিছিল ঘিরে জঙ্গি আক্রমণ বিষয় নিয়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছুরি, চাকু, দাহ্যসহ কোনো পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না।

সোমবার সকালে রাজধানীর লালবাগে হোসাইনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, চলমান কোটা আন্দোলন ইস্যুতে আদালতের রায় রয়েছে, আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, আদালত যে আদেশ দেবেন তার প্রতি শ্রদ্ধা থাকা এবং তা মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য। আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। আইনশৃঙ্খলা ভঙ্গ করতে তৎপরতা কেউ চালালে সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, বুধবার (১৭ জুলাই) তাজিয়া মিছিলসহ যত ধরনের আয়োজন আছে সব নির্বিঘ্নে করতে প্রস্তুত প্রশাসন। মিছিল ঘিরে উচ্চভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে, ডানে-বামে প্রশাসন থাকবে। সাইবার চেকিংসহ সব নিরাপত্তা ইতোমধ্যে নেওয়া হয়েছে।

Share this post

scroll to top