অনলাইন ভার্সন
জানা গেছে, গত ১৩ এপ্রিল বিইজিএফসিএলের কর্মচারীরা সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনি বিইজিএফসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. হাবীবুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়।
লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল সকাল পৌনে ১০টার ওভারটাইম নিয়ে মনজিলের সঙ্গে কর্মচারীদের কথা কাটাকাটি হয়। তারা এক পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গালাগালসহ মনজিলকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গলাচেপে ধরেন। ঊর্ধ্বতন এক কর্মকর্তা এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনা তিনি বিইজিএফসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন)-এর কাছে লিখিত অভিযোগ করেন।
ঘটনায় অভিযুক্ত মোস্তাক আহমেদ বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এখন আমাদের ফাঁসানোর জন্য মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে।