কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগে গ্যাস ফিল্ডসের চার কর্মচারী বরখাস্ত

 অনলাইন ভার্সন

কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগে গ্যাস ফিল্ডসের চার কর্মচারী বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের চার কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত মঙ্গলবার তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃত কর্মচারীরা হলেন অপারেটর-১ (প্লান্ট) মো. জামাল হোসেন ও মো. শাহনুর আলম, ফোরম্যান (ড্রাইভার) মো. মমিনুল ইসলাম ও মো. মোস্তাক আহমেদ।

জানা গেছে, গত ১৩ এপ্রিল বিইজিএফসিএলের কর্মচারীরা সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনি বিইজিএফসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. হাবীবুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়।

লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল সকাল পৌনে ১০টার ওভারটাইম নিয়ে মনজিলের সঙ্গে কর্মচারীদের কথা কাটাকাটি হয়। তারা এক পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গালাগালসহ মনজিলকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গলাচেপে ধরেন। ঊর্ধ্বতন এক কর্মকর্তা এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনা তিনি বিইজিএফসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন)-এর কাছে লিখিত অভিযোগ করেন।

ঘটনায় অভিযুক্ত মোস্তাক আহমেদ বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এখন আমাদের ফাঁসানোর জন্য মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে।

Share this post

scroll to top