আন্তর্জাতিক ডেস্ক ……
ইউক্রেন সংঘাতের সঙ্গে যারা জড়িত তাদের সবার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। তবে কিয়েভ ও এর পশ্চিমা সমর্থকরা শুরু থেকেই আলোচনায় বসার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। রোববার (২৫ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন। খবর আল-জাজিরার।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমরা গ্রহণযোগ্য সমাধানের ব্যাপারে জড়িত সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে সেটা তাদের ওপর নির্ভর করছে। আমরা কখনোই আলোচনা প্রত্যাখ্যান করিনি কিন্তু তারা করেছে।
পুতিন বলেন, আমি বিশ্বাস করি যে আমরা সঠিক পথে কাজ করছি। আমরা আমাদের জাতীয় ও নাগরিকদের স্বার্থ রক্ষা করছি। কারণ আমাদের নাগরিকদের রক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।
এদিকে ইউক্রেনে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হবে বলেও হুমকি দিয়েছেন পুতিন।
তিনি বলেছেন, আমি শতভাগ আশাবাদী যে রুশ সেনারা এসব অস্ত্র ধ্বংস করে ফেলবে। এসময় তিনি আরও জোর দিয়ে বলেন, অবশ্যই আমরা মার্কিন অস্ত্র ধ্বংস করবো।
কিয়েভের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে সর্বাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি এ সংক্রান্ত একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে।
Very great information can be found on site.Blog monetyze