বিকেএসপিতে টেনিস শুরু

1-6-67a04cfa8a6a8.jpg

ডেস্ক রিপোর্ট: ‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’-এ প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট।

পাঁচদিনের এ টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব, ফেডারেশন ও প্রতিষ্ঠানের হয়ে ২৪টি দলের ১১২ জন তরুণ-তরুণী নয়টি ইভেন্টে অংশ নিচ্ছেন।

এর আগে বিকালে বিকেএসপির মহাপরিচালক ব্রি. জেনারেল মো. মুনীরুল টুর্নামেন্টের উদ্বোধন করেন। মহাপরিচালক বিকেএসপিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সঙ্গে সবাইকে একাত্ম হওয়ার আহ্বান জানান।

এ সময় বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান ও ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান হাসান উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top