চাকরি হারালেন ট্রাম্পকে নিয়ে তদন্ত করা এক ডজনের বেশি কর্মকর্তা

trump-4-67985b09b3107.jpg

ডেস্ক রিপোর্ট: এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে মার্কিন বিচার বিভাগ। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা তদন্তের কাজ করেছিলেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে ওঠা দুটি অভিযোগ তদন্তে কাজ করা এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এই কর্মকর্তারা বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের অধীনে কাজ করতেন।

বরখাস্ত করা কর্মকর্তাদের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, ট্রাম্পের এজেন্ডা নিখুঁতভাবে বাস্তবায়নের জন্য তাদের আর বিশ্বাস করা যায় না।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সোমবার (২৭ জানুয়ারি) বিচার বিভাগের এক ডজনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করেছেন যারা তার বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা নিয়ে তদন্ত করেছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে করা মার্কিন বিচার বিভাগের দুটি মামলার বিশেষ কৌঁসুলি হিসেবে ২০২২ সালে নিয়োগ পান জ্যাক স্মিথ। ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় উসকানি দেওয়া ও সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়েছিল।

এদিকে ট্রাম্পের শপথের আগেই পদত্যাগ করেন জ্যাক স্মিথ। আর ট্রাম্প ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ওঠা দুই ফৌজদারি মামলাও খারিজ হয়ে যায়।

Share this post

scroll to top