সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

vumi-2302101255.jpg

জ্যেষ্ঠ প্রতিবেদক ……..

ভূমিকম্পকবলিত সিরিয়ায় ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে করে বড় তাবু, ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনো খাবার এবং ওষুধ পাঠানো হবে। এ মিশনে নেতৃত্ব দেবেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ সহায়তা এবং চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে করে সিরিয়ায় পাঠানোর জন্য ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। সি-১৩০জে পরিবহন বিমানটি বাংলাদেশ থেকে আজ রাতে (১০ ফেব্রুয়ারি) সিরিয়ার উদ্দেশে যাত্রা করবে। সিরিয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর পর বিমানটি বাংলাদেশে ফিরবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সিরিয়ায় ৪ সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর সেখানে খাদ্য ও পানির সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top