ক্রীড়া ডেস্ক : ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে কি ফিক্সিং হচ্ছে?’ — প্রশ্নটা শেষ কিছু দিন ধরে কান পাতলেই শোনা যাচ্ছে বেশ করে। চলমান বিপিএলে বেশ কিছু উদ্ভট ঘটনা সে বিষয়টাকে আরও বেশি উসকে দিয়েছে।
তিনি দেখিয়েছেন, কীভাবে ধীরগতিতে শুরু করা দলগুলো পাওয়ারপ্লের শেষ দিকে এসে রান বাড়িয়ে নিচ্ছে বোলারদের ‘সহায়তায়’। ঠিক সে ম্যাচে, যেখানে সে দলটার পাওয়ারপ্লেতে বড় রানের অনুকূলে বাজির পরিমাণ থাকত বেশি।