খুলনার দর্পণ ডেস্ক : তামিম ইকবাল খান- বর্তমান সময়ের আলোচিত এক নাম। সবশেষ তিন মাসে ঘটেছে অনেক কিছু। হঠাৎ অবসর, প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে ক্রিকেট ফেরার ঘোষণা দিলেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তামিম। অতঃপর ফিটনেস ইস্যুতে জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। তবে কী তামিম অধ্যায় শেষ? উত্তরে মিলেছে চমকপ্রদ তথ্য।
চলতি মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড। আসন্ন সিরিজে তামিম খেলছেন না সেটি আগেই জানিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। ঠিক কী কারণে খেলবেন না তামিম সেই উত্তরে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছিলেন, খেলার জন্য প্রস্তুত নন তামিম। এর কদিন বাদেই চমকপ্রদ একটি তথ্য সামনে এনেছে জনপ্রিয় এক টিভি চ্যানেল। জানিয়েছে তামিম খেলার জন্য প্রস্তুত। তাহলে তামিমের খেলতে বাধা কিসে? উত্তরে হাজির মাস্টারমাইন্ড খ্যাত চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবির এক পরিচালককে তামিম জানিয়েছেন, হাথুরু থাকলে জাতীয় দলে ফিরবেন না তিনি, এমনটাই বলা হয়েছে টিভির প্রতিবেদনে। ঘটনার শেষ এখানেই নয়, টিভি চ্যানেলটির দাবি বিশ্বকাপের শেষদিকে তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে যোগ করতে চেয়েছিল বিসিবি। মূলত অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই শেষ দুই ম্যাচে তামিমকে চেয়েছিলেন তারা। বিসিবির এক পরিচালক তামিমকে অফার করলে সরাসরি না করে দেন তিনি!
তবে কী জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তামিমকে? উত্তরে আবারও প্রধানমন্ত্রীর বিষয়টি আসছে সামনে। কেননা, আগামী ১৯ তারিখের পর যেকোনো দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম। সেখানেই সবকিছু পরিষ্কার করবেন তামিম। তাই বলা যায়, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর ঝুলে আছে তামিমের ভবিষ্যৎ!