ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমত ধুঁকছে ঢাকা ক্যাপিটালস। প্রথম ৮ ম্যাচের মধ্যে মোটে এক ম্যাচে ভাগ্য হেসেছিল দলটির। অবশেষে টুর্নামেন্টে নিজেদের নবম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে রাজধানীর এই দল। আর ঢাকার ‘বিরল’ জয়ের দিনে বিপিএলে উইকেটের সেঞ্চুরি করেছেন দলটির তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৯৯ উইকেট নিয়ে মাঠে নেমেছিলেন মোস্তাফিজ। সিলেট ইনিংসের পঞ্চম ওভারে জাকির হাসানকে ফিরিয়ে একশ উইকেটের মাইলফলকে পৌঁছে যান। পরে সিলেট অধিনায়ক আরিফুল হককে বিপিএলে নিজের ১০১তম শিকার বানিয়েছেন তিনি।
বিপিএলে উইকেটের সেঞ্চুরিয়ানদের তালিকায় সবার ওপরে সাকিব। ১১৩ ম্যাচে এই অলরাউন্ডারের উইকেটসংখ্যা ১৪৯। এছাড়া ৮৬ ম্যাচে ১২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকদের তালিকায় দুইয়ে আছেন তাসকিন। আর তিনে আছেন রুবেল হোসেন। ৮৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১০। আর ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে মোস্তাফিজকে খেলতে হয়েছে ৭৯ ম্যাচ।
বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।