লাথি মেরে লাল কার্ড দেখলেন ওয়েলসের গোলরক্ষক

untitled-6-20221125175635.webp

স্পোর্টস ডেস্ক……..

চলতি বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন একজন গোলরক্ষক। তিনি ওয়েলসের ওয়েন হেনেসি। ইরানের বিপক্ষে ম্যাচে আজ বল ঠেকাতে গিয়ে প্রতিপক্ষের এক ফুটবলারের মুখ বরাবর লাথি মেরে বসেন হেনেসি।

রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত দেন লাল কার্ডের। ঘটনাটি ঘটেছে ম্যাচের ৮৬তম মিনিটে।

উঁচু পাস ইরানের স্ট্রাইকার মেহেদি তারেমির কাছে চলে যাচ্ছিল। বিপদ দেখে বক্সের অনেকটা বাইরে এসে বলটি আটকাতে চান ওয়েলস গোলরক্ষক হেনসি।

কিন্তু উঁচুতে ওঠা বল ক্লিয়ার করতে তিনি পা উঁচিয়ে লাথি মেরে বসেন। যে লাথিটা তারেমির মুখের কাছাকাছি এসে লাগে। ফলে ভিএআর দেখে লাল কার্ডের সিদ্ধান্ত দেন রেফারি।

বিশ্বকাপের ইতিহাসে লাল কার্ড দেখা তৃতীয় গোলরক্ষক হলেন হেনেসি। ২০১০ সালে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং খুনে আর ১৯৯৪ সালে নরওয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন ইতালির জিয়ানলুকা পাগলিওকা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top