জোড়া গোল করে রিয়ালকে শীর্ষে তুললেন এমবাপ্পে

Mbappe-678dd295f0c6e.jpg

ক্রীড়া ডেস্ক : আগের দিন আতলেতিকো মাদ্রিদ হেরেছিল। তার সুযোগটা বার্সেলোনা কাজে লাগাতে পারেনি। তবে রিয়াল মাদ্রিদ এখানে শতভাগ সফল। সুযোগটা নিয়েছে পুরোপুরি।

রোববার শুরুতে পিছিয়ে পড়েও লাস পালমাসকে ৪-১ গোলে উড়িয়ে আতলেতিকোকে টপকে লা লিগার শীর্ষে উঠে এসেছে রিয়াল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন দিয়াজ ও রদ্রিগো।

স্বাগতিক লাস পালমাসকে শুরুতেই এগিয়ে দিয়েছিলেন ফাবিও সিলভা। তবে কিলিয়ান এমবাপ্পে দলকে সমতায় ফেরান কিছুক্ষণ পরেই। সান্দ্রো রামিরেজ নিজেদের বক্সে রদ্রিগোকে ফাউল করলে রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

কিছুক্ষণ পরই ব্রাহিম দিয়াজ দলকে সমতায় ফেরান। এরপর বিরতির আগেই ম্যাচের লাগাম দলের হাতে এনে দেন এমবাপ্পে। ৫৭ মিনিটে দলের চতুর্থ গোলটি আসে রদ্রিগো গোয়েজের পা থেকে।

স্বাগতিক লাস পালমাসের পরিস্থিতিটা আরও খারাপ হয় দলটির বেনিতো রামিরেজ লাল কার্ড দেখলে। ভিএআর দেখে এসে রেফারি তাকে এই মার্চিং অর্ডার দেন, ভাসকেজকে ফাউলের কারণে শুরুতে তাকে হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি।

রিয়ালের ব্যবধানটা আরও বড় হতে পারত। দলটি চার গোল বাদেও তিন বার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে অফসাইডের কাটায় পড়ে। তা না হলে মৌসুমের প্রথম হ্যাটট্রিকটাও পেয়ে যেতে পারতেন এমবাপ্পে।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ চলে গেল লা লিগার শীর্ষে। ২০ ম্যাচ খেলে তাদের অর্জন ৪৬ পয়েন্ট। দুইয়ে থাকা আতলেতিকোর পয়েন্ট ৪৪। সমান ম্যাচ খেলে তিনে থাকা বার্সা পেয়েছে ৩৯ পয়েন্ট।

Share this post

scroll to top