বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় মুখ সাইফ আলি খান। দুর্বৃত্তের ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন বলিউড সুপারস্টার। পরে রক্তাক্ত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নেওয়া হয় তাকে। আশার কথা অস্ত্রোপচার শেষে এই মুহূর্তে আশঙ্কা মুক্ত সাইফ।
এ ব্যাপারে মুম্বাই পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, ‘অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে একজন অজ্ঞাত ব্যক্তি অনুপ্রবেশ করেছিল। অভিনেতা এবং অনুপ্রবেশকারীর মধ্যে ঝগড়া হয়েছিল। অভিনেতা আহত হয়েছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।’
সাইফ আলি খানের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ এরইমধ্যে সংগ্রহ করেছে পুলিশ। তবে সেই ফুটেজে দেখা গেছে আক্রমণের দুই ঘণ্টার মধ্যে ভবনটিতে প্রবেশ করেনি কেউ। যার অর্থ হলো, অভিনেতাকে যারা আক্রমণ করেছে তারা আগেই ভবনে প্রবেশ করেছিল এবং হামলার অপেক্ষায় ছিল। পরে অভিনেতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া হামলাকারীকে শনাক্ত করতে পেরেছে পুলিশ।