রোহিতের পর ঘরোয়া ক্রিকেটে ঋশভ, চাপ কোহলির ওপরও

0-6787725dbaa98.jpg

ক্রীড়া ডেস্ক : জাতীয় দল ছাড়াও ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ভারতের ক্রিকেটারদের। জুনিয়রদের বাধ্যতামূলক, সিনিয়রদের পরামর্শ— কড়া নির্দেশ। রোহিত-কোহলিদের কোচ গৌতম গম্ভীরের পর ভারতের বোর্ডও চাপ বাড়াচ্ছে। ফুসরত পেয়ে সেই কারণে রঞ্জিতে খেলতে নামছেন রোহিত শর্মা। নাম লিখিয়েছেন ঋশভ পান্ত, শুভমন গিল ও জশ্বসী জয়সওয়ালরা। তালিকায় ঢুকতে পারে বিরাট কোহলির নামও।

টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা। বছরের পর বছর রানখরা। একই ঢংয়ে বারবার আউট পেয়ে বসেছিল কোহলিকে। সেইসব ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করতে পারেন কোহলি। রঞ্জি ট্রফিতে আগামী ম্যাচে খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও, মুম্বাইয়ের নেটে অনুশীলন সারতে দেখা গেছে রোহিতকে। শুভমান নিশ্চিত করেছেন আগামী ম্যাচে কর্নাটকের হয়ে খেলবেন। সেই পথেই হেটেছেন ঋষভ ও কোহলি।

রঞ্জির ৪১ সদস্যের প্রাথমিক দলে পান্তের সঙ্গে রাখা হয়েছে কোহলির নাম। তবে দিল্লি ক্রিকেট সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটারদের খেলা না খেলা নির্ভর করছে তাদের পাওয়া যাবে কিনা, সেটার ওপর।

দলের সূত্রের খবর, প্রাথমিকভাবে বিরাটের নাম ৪১ সদস্যের দলে রাখা হলেও তার খেলা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। গত বছরও বিরাটকে এই সম্ভাব্য দলে রাখা হয়েছিল। কিন্তু ম্যাচও খেলেননি।

তবে সাত বছর পর রঞ্জিতে খেলতে নামছেন ঋশভ, অনেকটা পাকা। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অশোক শর্মা বলেছেন, ‘পান্ত নিশ্চিত করেছেন তিনি ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিপক্ষে রঞ্জিট্রফির ম্যাচে খেলবেন দিল্লির হয়ে।’

শেষবার ২০১৭-১৮ সালে বিদর্ভের বিপক্ষে ফাইনালে শেষ রঞ্জি খেলেছিলেন তিনি। অনেকদিন পর ঘরোয়া ক্রিকেটে ফেরাদের তালিকা আরও বড় হতে পারে।

Share this post

scroll to top