সিলেটকে আরও এক দুঃসংবাদ দিলেন কর্নওয়াল

Cornwall-6787851bd0d0d.jpg

ক্রীড়া ডেস্ক : এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো কাটছে না সিলেট স্ট্রাইকার্সের। দলটা এবার আছে পয়েন্ট তালিকার তলানির দিকে। নিচের দিকে থাকা ঢাকা ক্যাপিটালসের সঙ্গে লড়াই চলছে শেষ স্থানটা এড়ানোর।

ঠিক এমনই এক সময়ে দলটাকে দুঃসংবাদ দিলেন দলটির অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল। চোট পেয়েছেন তিনি। যার ফলে এবারের বিপিএলই শেষ হয়ে গেছে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের।

সিলেট তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় জানিয়েছে বিষয়টা। পোস্টে বলা হয়েছে, ‘ক্রিকেট সমর্থকদের জন্য একটা দুঃসংবাদ। রাহকিম কর্নওয়াল চোট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছেড়ে যাচ্ছেন।’

কর্নওয়াল এক ভিডিওতে বিদায়ী বার্তাও দিয়েছেন বাংলাদেশকে। সেখানে বলেছেন, ‘বাংলাদেশ, তোমাদের বিদায়। সিলেটে আবারও কখনও তোমাদের সঙ্গে দেখা হবে।’

সিলেটের এবারের বিপিএল ক্যাম্পেইনে ৩টি ম্যাচ খেলেছেন কর্নওয়াল। ব্যাট হাতে ভালো করতে না পারলেও বোলিংয়ে নেহায়েত মন্দ করেননি তিনি। ৩ ম্যাচেই তিনি বোলিংয়ে ওপেন করেছেন দলের হয়ে। তুলে নিয়েছেন ৪টি উইকেটও। ব্যাট হাতে ৩ ম্যাচে করেছেন ৪টি উইকেট।

কর্নওয়ালকে নিয়ে বোলিংয়ে পরিষ্কার পরিকল্পনা ছিল সিলেটের। তিন ম্যাচে বোলিংয়ে ওপেন করা তারই প্রমাণ। তাকে হারিয়ে ফেলে বড় ক্ষতিই হলো সিলেটের, তা নিশ্চিত।

Share this post

scroll to top