ক্ষমতার শেষ প্রান্তে এসে ইউক্রেন ইস্যুতে যা বললেন বাইডেন

biden-2-6785e5c851e6f.jpg

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘পুতিন যখন ইউক্রেনে আক্রমণ করেছিলেন, তখন তিনি ভেবেছিলেন যে তিনি কয়েক দিনের মধ্যে কিয়েভ জয় করবেন। সত্য হলো সেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমিই একমাত্র ব্যক্তি কিয়েভের কেন্দ্রে দাঁড়িয়েছিলাম, তিনি (পুতিন) নন। ’

স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো পররাষ্ট্র নীতি নিয়ে দেওয়া ভাষণে ইউক্রেন ইস্যুতে এ কথা বলেন বাইডেন।  খবর আল জাজিরার।

ভাষণে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বানও জানান তিনি। সেইসঙ্গে  রাশিয়া, চীন ও ইরানের সমালোচনা করেন বিদায়ী এই প্রেসিডেন্ট।

এ সময় জো বাইডেন বলেন, ‘আমেরিকা শক্তিশালী। আমাদের জোট শক্তিশালী, আমাদের প্রতিপক্ষ এবং প্রতিযোগীরা দুর্বল।’

তিনি জানান, তার শাসনামলে মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবচেয়ে শক্তিশালী ছিল। এছাড়া ন্যাটো সামরিক জোটের অংশীদাররা এখন তাদের ন্যায্য অংশ পরিশোধ করছে বলেও দাবি করেন তিনি।

বাইডেন তার ভাষণে চীন প্রসঙ্গও নিয়ে আসেন।তিনি বলেন, ‘চীন আমাদের ছাড়িয়ে যাবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রভাবশালী পরাশক্তি হিসেবেই থাকবে। ’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৭ম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা ও প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।  এবারই প্রথম রীতি ভেঙে আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

Share this post

scroll to top