ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ জল্পনা উসকে চাহালের নতুন পোস্ট

chahal-677e4193db3ce.jpg

ক্রীড়া ডেস্ক : ব্যক্তিগত জীবন বারবার প্রকাশ্যে আনছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। স্ত্রী ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে সমালোচনা। তাদের নাকি বিচ্ছেদ হতে পারে বলে শোনা যাচ্ছে। এর মাঝেই একের পর এক পোস্ট করছেন এ স্পিনার।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে চাহালের করা পোস্টে লেখা ছিল—সাইলেন্স ইজ এ প্রোফাউন্ড মেলডি, ফর দোজ হু ক্যান হিয়ার ইট অ্যাবাভ অল দ্য নয়েজ। গ্রিক দার্শনিক সক্রেটিসের বিখ্যাত সেই উক্তির বঙ্গানুবাদ করলে হয়—নিস্তব্ধতারও সুর আছে। তারাই শুনতে পায়, যারা বিকট আওয়াজের মাঝেও তা শুনতে পারে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছেন চাহাল। দুজনেই একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন। তার পর চাহালের একটি পোস্ট জল্পনাকে আরও উসকে দিয়েছিল।

ইনস্টাগ্রাম স্টোরিতে চাহাল লিখেছেন— তার অর্থ কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে আলোকিত করে। আপনি নিজের যাত্রা জানেন, নিজের কষ্ট জানেন। যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছানোর জন্য কী কী করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে। সোজাভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা-মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। একজন গর্বিত ছেলের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।

বাবা-মায়ের পাশে থাকার কথা লিখেছিলেন চাহাল। কিন্তু স্ত্রী ধনশ্রীর পাশে থাকার কথা বলেননি ভারতীয় দলের লেগ স্পিনার। ফলে তার বিবাহবিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২২ ডিসেম্বর ধনশ্রীর সঙ্গে বিয়ে হয়েছিল যুজবেন্দ্র চাহালের।

Share this post

scroll to top