ক্রীড়া ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়েছে লস অ্যাঞ্জেলেস। ২০২৮ সালে অলিম্পিক গেমস এখানেই আয়োজন করার কথা ছিল। সে আয়োজনের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে এই দাবানল। যার ফলে আসছে অলিম্পিকের আয়োজক এই শহরটি নিরাপদ ও সফল গেমস আয়োজন করতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্কেমা বিজনেস স্কুলের স্পোর্ট অ্যান্ড জিওপলিটিকাল ইকোনমি বিভাগের অধ্যাপক সাইমন চ্যাডউইক বলেছেন, ‘পরিস্থিতিটা গুরুতর এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে আপনাকে ভাবতেই হবে যে এ রকম পরিস্থিতি হয়তো অলিম্পিক চলাকালেও ঘটতে পারে।’
২০২৮ সালের অলিম্পিক গলফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রিভেরা কান্ট্রি ক্লাবে। দাবানল সেখানেও চলে এসেছে। তবে বেশিরভাগ ভেন্যু হাই-রিস্ক ফায়ার জোনের বাইরে অবস্থিত।
তথ্য অনুসারে, ২০২৮ অলিম্পিক চলাকালীন একই ধরনের কোনো বিপর্যয়ের সম্ভাবনা খুবই কম। ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ সংস্থা ক্যালফায়ারের তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে কোনো দাবানল এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ২০টি ভয়াবহ দাবানলের তালিকায় স্থান পায়নি।
গত সপ্তাহের দাবানলের বিপুল মাত্রা ও পরিধির পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত সান্তা আনা বাতাস। ২০২৮ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে জুলাই মাসে, তখন এর শঙ্কা অল্পই। তাছাড়া, লস অ্যাঞ্জেলেস এর আগেও ১৯৩২ এবং ১৯৮৪ সালে সফলভাবে অলিম্পিক আয়োজন করেছে।
সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক বিল ডেভেরেল বলেছেন, এই দুর্যোগ ২০২৮ অলিম্পিকের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করবে। এএফপিকে ডেভেরেল বলেন, ‘এটি শেষ হলে … সন্দেহ নেই যে আমরা এমন কিছু শিক্ষা পাব যা দিয়ে আমরা এ ধরনের বিপর্যয় মোকাবিলায় পদক্ষেপ নিতে পারব।’
পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক ডিয়ারসন অলিম্পিক প্যারিসে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘তারা প্যারিসে ফিরে যেতে পারে। এটি দুর্ভাগ্যজনক হবে। তবে আমি নিশ্চিত যে আইওসি’র কোনো একটি কমিটি বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছে।’
অধ্যাপক ডেভেরেল মনে করেন না যে অলিম্পিক বাতিল বা সরানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘এটি যে বাতিল করা উচিত বা বাতিল হবে, আমি সে ধারণা সমর্থন করি না। এটি ঘটবেও না।’
লস অ্যাঞ্জেলেস ২০২৮ আয়োজকরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।