বিপাশা ও জনকে নিয়ে অমিতাভের রসাল মন্তব্য, বলিউডে হইচই

Bipasa-677ce5b031e23.jpg

বিনোদন ডেস্ক : অভিনেত্রী বিপাশা বসু ও জন আব্রাহামের সম্পর্ক এক সময়ে বলিউড পাড়ায় চর্চার অন্যতম বিষয় ছিল। ‘জিসম’ ছবিতে দুই তারকার উষ্ণ রসায়ন ঝড় তুলেছিল সেই সময়ে। অবশ্য বাস্তবেও নাকি তখন তারা সম্পর্কে ছিলেন। ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছিল বিপাশা ও জনের প্রেম। তাদের প্রেম নিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন অমিতাভ বচ্চনও।

তখন তিনি নিজেই বলেছিলেন, সেই সময় নাকি ‘কনজাংটিভাইটিস’-এ আক্রান্ত জন। সেই অসুখ নিয়েই তিনি শুটিং সেটে আসছেন। এ কথা শুনে চমকে যান সিমি।

সিমি কিছুটা মজা করেই সেটের অন্যদের পরামর্শ দেন, অমিতাভ যা যা স্পর্শ করেছেন, তা যেন ভুলেও কেউ স্পর্শ না করেন। অন্যথায় কনজাংটিভাইটিস ছড়িয়ে পড়বে মুহূর্তে। এই শুনে পাল্টা মজা করেন অমিতাভ। তিনি বলেছিলেন, আরে আমার থেকে কেন কিছু হবে। আমি তো কিছু করিনি। জনকে তো স্পর্শ করেন বিপাশা। আমি কেন করতে যাব!

সেই সময়ে বেশ চর্চা হয়েছিল এই অমিতাভের এই মন্তব্য নিয়ে। বিপাশা ও জনকে তখন বলিউডের ‘পাওয়ার কাপল’ মনে করা হত। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। ২০১১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের অনুরাগীদের কাছে এই খবর বড় ধাক্কা ছিল। বিপাশাও নাকি ভেঙে পড়েছিলেন বলে শোনা যায়। পরে কর্ণ সিংহ গ্রোভারকে বিয়ে করেন বিপাশা।

Share this post

scroll to top