আড়াল থেকে বের হলেন ভাবনা

vaBNA-67215b42b15e0.jpg

বিনোদন ডেস্ক : জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে দু’মুখো আচরণে সমালোচিত হন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তৈরি করা ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাবনার যুক্ত থাকার খবর প্রকাশ্যে আসতেই আড়ালে চলে যান এ অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার উপস্থিতি ছিল না। এদিকে ছাত্র আন্দোলনের পর রাস্তায় নেমে বিভিন্ন দেয়ালে নানা চিত্রকর্ম এঁকে ও  শহীদ আবু সাঈদের ছবি এঁকে বেশ আলোচনায় ছিলেন তিনি। কিন্তু তার অতীত কর্ম সামনে আসতেই নেটিজেনদের তোপের মুখে পড়েন। তার দু’মুখো আচরণে বেশ ক্ষিপ্ত নেটিজেনরা। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এখন আড়াল থেকে বের হয়েছেন ভাবনা।

সামাজিক মাধ্যমেও মিলছে তার উপস্থিতি। একের পর এক ছবি, ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি। তবে নেটিজেনরা এখনো তাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে এখনো চলছে সমালোচনা।

এদিকে ভাবনা যুক্ত হয়েছেন একটি নতুন সিনেমায়। ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমাটির ঘোষণা অনেক আগেই এসেছে। বর্তমানে সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করছেন বলে জানিয়েছেন।

Share this post

scroll to top