তিন খান নিয়ে যা বললেন কঙ্গনা

image-840906-1724220505.jpg

বিনোদন ডেস্ক : ঠোঁটকাটা স্বভাবের রানি অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রায় সময় আলোচনায় থাকেন। অবশ্য তিনি আলোচনায় থাকতে বেশিই পছন্দ করেন বলে মনে করেন সিনেমাপ্রেমীরা। তাই বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। তার ‘ইমার্জেন্সি’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানে বলিউডের তিন খান—শাহরুখ, সালমান ও আমিরকে নিয়ে এবার মন্তব্য করলেন তিনি।

নানান চড়াই-উতরাই পার করে অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘ইমার্জেন্সি’। এই ছবিটি বিভিন্ন কারণে বারবার মুক্তির তারিখ পিছিয়েছে। এর মধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এ সিনেমা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

‘ইমার্জেন্সি’র ট্রেলার মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ অনুষ্ঠানে কঙ্গনা ছাড়াও উপস্থিত ছিলেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরী প্রমুখ। কঙ্গনা এখন শুধু অভিনেত্রী নন। কিছুদিন আগেই রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি। কঙ্গনা রানাউত এখন ভারতের ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য। রাজনীতিতে আসার পর এই প্রথম তার ছবি মুক্তি পাচ্ছে।

কঙ্গনা গণতান্ত্রিক ভারতের ‘এক অন্ধকার অধ্যায়’কে তুলে ধরতে চলেছেন এই ‘ইমার্জেন্সি’ সিনেমার মাধ্যমে । ১৯৭৫ সালের জুন মাসে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই প্রেক্ষাপট নিয়েই তৈরি হয়েছে এ ছবিটি। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় তিনি অভিনয় করেছেন। টিজারেই ইন্দিরা গান্ধীর রূপে ভক্তদের চমকে দিয়েছিলেন এ অভিনেত্রী। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কঙ্গনা রানাউত। তিনি বলেন, ‘আমার জন্য আজকের দিনটি বিশেষ কিছু। ছবিটি নির্মাণ করতে গিয়ে অনেক ঝড়ঝাপ্টার মুখোমুখি হয়েছি। শুটিংয়ের সময় অনেক কিছু ঘটেছে, যা আমাকে কষ্ট দিয়েছে। ইন্ডাস্ট্রি আমাকে পুরোপুরি বর্জন করেছে। কেউ পাশে দাঁড়াননি। কিন্তু ছবিতে যেসব শিল্পীকে দেখছেন, তারা কেউই আমাকে ছাড়েননি।’ ‘ইমার্জেন্সি’ সিনেমাটি খুবই তথ্যবহুল হতে চলেছে। সেই সঙ্গে বিনোদনে ভরপুর আছে বলেও জানান এ অভিনেত্রী।

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে বলিউডের তিন খান— শাহরুখ, সালমান ও আমিরকে নিয়ে তিনি ছবি নির্মাণ করতে চাইবেন কিনা— এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা রানাউত বলেন, ‘আমি নিশ্চয়ই তাদের নিয়ে কাজ করতে চাই। ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করতে চাই। তারা দারুণ অভিনেতা কিন্তু খুব কম ছবিতে তাদের অভিনয় প্রতিভাকে ব্যবহার করা হয়েছে। তিন খানকে নিয়ে এমন ছবি নির্মাণ করতে চাইব, যা সমাজের জন্য অত্যন্ত জরুরি।’

এ ছাড়াও প্রয়াত অভিনেতা ইরফান খানের প্রসঙ্গ টেনে আফসোসের সঙ্গে কঙ্গনা বলেন, ‘খানদের মধ্যে ইরফান খানই ছিলেন আমার সবচেয়ে পছন্দের হিরো। কিন্তু আফসোস, তাকে নিয়ে আর ছবি করতে পারব না।’

এদিকে ‘ইমার্জেন্সি’ সিনেমায় অনুপম খেরকে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় দেখা যাবে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তিনি বলেন, ‘কঙ্গনার থেকে যে কেউ প্রেরণা নিতে পারেন। ভারতে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, আমি তখন নাটকের স্কুলে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম। তাই ছবিটি আমার জন্য একটু ব্যক্তিগতও বটে।’

Share this post

scroll to top