ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার ২০২৫ সালের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু তাহের এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসান মাহমুদ।
জানা গেছে, নবনির্বাচিত সভাপতি আবু তাহের পাংশা উপজেলার বয়রাট মাঝাইল ফাযিল মাদ্রাসায় ফাযিল তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কমিটি গঠনের আগে আল গাজ্জালী কিন্ডারগার্টেন মাঠে ইসলামী ছাত্রশিবির, রাজবাড়ী জেলা শাখার সদস্য ও সাথীদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় তথ্য সম্পাদক মু. গালিব আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ফরিদপুর শহর শাখার সাবেক সভাপতি জিহাদুল ইসলাম রত্নসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।