ডেস্ক রিপোর্ট: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইল, মৌলভীবাজার ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রোববার র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিনিধিরা জানান, টাঙ্গাইলে র্যালি শেষে সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছাল আহমদ, মিজানুর রহমান মিজান, মতিন বক্স, মুহিতুর রহমান হেলাল, স্বাগত কিশোর দাস চৌধুরী, মনোয়ার আহমেদ রহমান, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীন আহমদ, জেলা যুবদলের নেতা এমএ নিশাত, জেলা ছাত্রদলের সহসভাপতি ইছহাক আহমেদ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে র্যালি হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন। উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য শাহজাহান সাজু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খোকন, সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাস চকদার ঝুলন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল হক।