দর্পণ রিপোর্ট :
বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন, খুলনা বিভাগ কর্তৃক আয়োজিত দেশব্যাপী কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৪ এর অংশ হিসেবে খুলনা মহানগরীর পরীক্ষা নগরীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার সকাল ১০ টা হতে বেলা ১২ টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। খুলনা জেলার শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত দেড় সহস্রাধিক শিক্ষার্থী অত্র বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি মোঃ আতিকুর রহমান রুম্মান, সেক্রেটারি মিনা অছিকুর রহমান দোলন, কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের চেয়ারম্যান কাজী আঃ জলিল, মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান, হিমাংশু সরকার, মোঃ আব্দুল আলিম প্রমূখ ।