দর্পণ রিপোর্ট :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আনন্দঘন পরিবেশে বাংলা বর্ষবরণ-১৪৩০ এর অনুষ্ঠানমালা উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে একাডেমিক ভবন-১ এ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন মিলনায়তনে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ ইনজামাম উল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালীদের জন্য অতি গৌরবের দিন। নতুন প্রজন্ম কে বাঙালী ইতিহাস ও ঐতিহ্য ধারণ করতে হবে। সে লক্ষে বেশি বেশি বাংলা ভাষা চর্চা করতে হবে। তবেই বাঙালী হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে সকলের কন্ঠে বাংলা বর্ষ বরণের গান এসো হে বৈশাখ এসো এসো উচ্চারিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ্বাস, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন।