জামালগঞ্জে কয়েলের আগুনে ভস্মীভূত বসতঘরসহ গরু-ছাগল

8-6-673cddccadbaf.jpg

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের জামালগঞ্জে কয়েলের আগুনে বসতঘর-গরু-ছাগলসহ নগদ টাকা স্বর্ণ অলংকার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রাম আগুনের ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হানিফ মিয়ার গরুর ঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত। পরে মুহূর্তের এই আগুন ছড়িয়ে পড়লে ২টি বসতঘর, ২টি গরু, ৪টি ছাগলসহ নগদ টাকা ও আসবাবপত্র ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত হানিফ মিয়া জানান, আমার বসত ঘরের পাশে থাকা গরুর ঘরে কয়েল জ্বালিয়ে দেওয়া হলে সেখান থেকে এ আগুন পাশে লাকড়িতে যায়। সেখান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। এরপর কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখায় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

এতে বসতঘর, গরু-ছাগল, টাকা ও স্বর্ণ অলংকার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার আর কিছুই নাই। এই আগুন আমার সব শেষ করে পথে বসিয়ে দিয়েছে।

জামালগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট কমান্ডার বিজয় শিং  জানান- খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিভাতে সক্ষম হয়েছি। এসময় বসতঘরের ভিতরে থাকা ২টি শিশু ও ১টি গরু জীবিত উদ্ধার করা গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকার উপরে।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর  জানান, দক্ষিণ কামলাবাজ গ্রামে হানিফ মিয়ার বাড়িতে আগুনে পুড়ে যাওয়ার সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

Share this post

scroll to top