খুলনার দর্পণ ডেস্ক : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকেলে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে ফজলুল হকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের নৌকার প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রত্যাহারকৃত সাতক্ষীরা-২ আসনের নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৪ আসনের নৌকার প্রার্থী আতাউল হক দোলন, সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনসহ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ এসময় বলেন, সাতক্ষীরার মানুষ আজ নিরাপদে রয়েছে। আগুন সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের এ অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিধায় চারিদিকে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে, সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থানের। তাই উন্নয়ন কর্মকা-কে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সাতক্ষীরায় আ’লীগের নির্বাচনী জনসভা
