চকলেট ভেবে বন্দুকের গুলি খেয়ে হাসপাতালে ছেলে, যা বললেন গায়িকা

pic-673aff5282a3e.jpg

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের কলকাতার জনপ্রিয় গায়িকা জোজো মুখার্জির বাড়িতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। বড় বিপদের হাত থেকে রক্ষা পেল এ সংগীতশিল্পীর ছেলে অদীপ্ত আদি।

জোজো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন— খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিল ছেলে। রাবারের যেহেতু ও ভেবেছে হয়তো জেমস। চিবিয়ে খেয়েছে বুলেটটা। তার পরেই ডিনার করে, হজম করতেও অসুবিধা হয়েছে। আমি যখন বাড়ি ফিরেছি, তখন ও ঘুমাচ্ছিল। এর পরই শুরু প্রচণ্ড কান্নাকাটি। খালি আমার আঙুলটা নিয়ে ওর মুখের ভেতর দিচ্ছিল। বোঝা যাচ্ছিল ওর কষ্ট হচ্ছে ভেতরে। অনেক চেষ্টা করেও কোনো সমাধান না মেলায়, রাত ১২টার দিকে হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় আদিকে। জোজো বলেন, কয়েক দিন ধরেই একটু সর্দি-কাশি হচ্ছিল। তাই মনে হয়েছিল হয়তো টনসিল ফুলেছে। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই অনেকবার বমি করে আদি। তখনই দেখলাম— বুলেটের টুকরো বেরিয়েছে। তারপর ওকে যে দেখাশোনা করে, সে বলছে ভাত খাওয়ার অনেক আগে একবার দেখেছিল ও বসে কিছু একটা চিবাচ্ছে। কিন্তু ও যে গিলে ফেলেছে, সেটি বুজতে পারেননি।

হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে  ছেলের বর্তমান অবস্থা প্রসঙ্গে এ সংগীতশিল্পী বলেন, মুখটা শুকিয়ে গেছে একদম। অনেকবার বমি করেছে তো। মুশকিল হলো ও তো কষ্টটা বলে বোঝাতেও পারছিল না। সময়মতো হাসপাতালে না নিলে, কী যে হতো সেটি ভাবতেই পারছি না।

ছেলে সুস্থ হলেও এখনো উৎকণ্ঠার মধ্যেই কাটছে রাত জোজোর। তবে এখন আদি সুস্থ থাকায় কিছুটা স্বস্তিতে শিল্পী। আগামী মাসেই চার পেরিয়ে পাঁচ-এ পা দেবে আদি। ছেলেকে সবসময়ই আগলে রাখেন জোজো।

Share this post

scroll to top