অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যক্রমে জাতীয় নাগরিক কমিটি উদ্বিগ্ন

ezgif-4-ec540107d8-673255465a3cd.jpg

ডেস্ক রিপোর্ট:  অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যক্রমে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয়টি ব্যাখ্যা করে তুলে ধরেছেন সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন।

এতে বলা হয়েছে, সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যক্রমে জাতীয় নাগরিক কমিটি উদ্বিগ্ন। জুলাই অভ্যুত্থানে যে ন্যায়বিচার, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক নেতৃত্বের আহ্বান জানানো হয়েছিল, সরকারের বর্তমান কর্মকাণ্ডে তা অনেকাংশেই প্রতিফলিত হচ্ছে না। উপদেষ্টা নিয়োগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় এবং অভ্যুত্থানের অংশীজনদের সাথে পরামর্শের ভিত্তিতে গ্রহণ করা হচ্ছে না বলে আমরা মনে করি। অভ্যুত্থানের অংশীজনদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব না দিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে অসঙ্গতিপূর্ণ।

সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অভ্যুত্থানের অংশীজনদের মতামত নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

এতে আরো বলা হয়েছে, সুতরাং, আমরা, জাতীয় নাগরিক কমিটি, রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছতা বজায় রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ভবিষ্যতে অভ্যুত্থানের অংশীজনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

Share this post

scroll to top