আরও ৩ মামলায় গ্রেফতার দীপু মনি

Untitled-1-6721a92493ce7.jpg

ডেস্ক রিপোর্ট: বাড্ডা থানার পৃথক দুই মামলা ও কাফরুল থানার এক মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনিকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়।

এ ছাড়াও যাত্রাবাড়ি থানার মামলায়, ডিবির সাবেক ডিসি মশিউরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ডিবির সাবেক ডিসি মশিউরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Share this post

scroll to top