দিনশেষে সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু…

Mehzabin-pic-67307a42b475f.jpg

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড়পর্দাতেও রয়েছে সরব উপস্থিতি। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি ফিল্মেও কাজ করছেন এ অভিনেত্রী।

এ মুহূর্তে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। এবার সেই বিষয় নিয়ে কথা বলেছেন মেহজাবীন চৌধুরী। একটি পোস্ট শেয়ার করে মেহজাবীন বলেন, দিনশেষে সবাই বিখ্যাত হতে চায়। যে ইন্ডাস্ট্রির কথাই বলি না কেন, সত্য সবসময় এক থাকে। দর্শকরা সর্বাধিক ক্ষমতার অধিকারী এবং শুধু তারাই শিল্পের দিক পরিবর্তন করতে সক্ষম।

তিনি বলেন, ‘হয়তো এমন কিছু সিনেমা থাকবে, যা অর্থবহ ও গুরুত্বপূর্ণ। আবার এমন সিনেমাও থাকবে, যা কেবল বিনোদনমূলক কিন্তু বিশেষ কোনো প্রভাব ফেলবে না। এটি সম্পূর্ণভাবে দর্শকদের ওপর নির্ভর করে যে, তারা কী দেখতে এবং সমর্থন করতে চায়।

মেহজাবীন বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি— একটি ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমার জায়গা থাকা উচিত, কিন্তু কাউকে এই বলে দোষারোপ করা ঠিক নয় যে, তিনি খ্যাতির পেছনে ছুটতে গিয়ে পথ হারিয়েছেন।

তিনি বলেন, দিনের শেষে সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু তারা কীসের জন্য খ্যাতি অর্জন করছে, তা নির্ধারণের ক্ষমতা দর্শকদের হাতেই।

Share this post

scroll to top